সেই ছোট বেলার কথা, যখন থেকে বুঝতে শিখেছি আমাদের পারিবারিক আম বাগান দেখেছি। সেই সব বাগানের গাছে যখন আমের মুকুল আসত তখন থেকেই আমাদের দিনের বেশির ভাগ সময় কাটত আম বাগানে। আমের গুটি হওয়া থেকে শুরু করেই আমাদের শুরু হয়ে যেত নিজে গাছে উঠে আম নামিয়ে খাওয়া, আম পাকা পর্যন্ত যতদিন গাছে আম থাকে। গত ২৫ বছরে নতুন আরও কিছু বাগান আমার বাবা নিজে তৈরি করেছেন।
সারা বছর সব বাগান গুলো নিয়ম মত পরিচর্যা করা হয়। আমাদের বাগান আছে রাজশাহী জেলার তানোর থানায় , রাজশাহী শহরের কাছেই রাজশাহীর সবচেয়ে বড় আমের বাজার বানেশ্বর হাটের কাছে আছে কিছু বাগান এবং চাঁপাইনবাবগঞ্জে আছে কিছু বাগান। যেহেতু আমি রাজশাহীর মানুষ, আমের সময় আসলে সকলেই মনে করে রাজশাহীর সুস্বাদু আমের জন্য, বন্ধু-বান্ধব, আন্তিয়-স্বজন অফিস কলিগ পরিচিত জন প্রত্যেকের প্রতি বছরের আমের চাহিদার সিংহ ভাগ আমিই রাজশাহী থেকে সরবরাহ করি। আমে কেমিক্যাল ব্যাবহার করা এটা আমরা কখনো চিন্তা করতে পারিনা।
প্রতি বছর আমের সময় আসলেই চারিদিকে খবর দেখি আম পাকানর জন্য কেমিক্যাল, আম ভাল রাখার ফরমালিন ব্যাবহার। সেখান থেকেই মাথায় চিন্তা আসল, আমি এবং আমার পরিচিত জন কেন শুধু কেমিক্যাল মুক্ত সুস্বাদু রাজশাহীর আম খাব, প্রত্যেকের তো আর রাজশাহীতে পরিচিত মানুষ থাকবেনা, তাই বলে কি তারা এত সুস্বাদু আম থেকে বঞ্চিত হবে। কেন তারা বাজার থেকে বেশি দামে কেমিক্যাল যুক্ত আম কিনবে। একটু চেষ্টা করি সারা দেশের মানুষের জন্য যেন আম পৌঁছে দিতে পারি, সেই চিন্তা থেকে আজ আমাদের এই প্রয়াস। ১০০% কেমিক্যাল মুক্ত সুস্বাদু রাজশাহীর আম সবার জন্য।
আপনার পছন্দের কথা আমাদের জানান, আমাদের বাগান থেকে বাছাই করা আম পৌঁছে যাবে আপনার ঠিকানায়।
আপনার সুবিধা মত আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অথবা আমাদের নাম্বারে কল করে আপনার পছন্দ ও প্রয়োজন হিসেবে আমের অর্ডার করুন।
নিজেদের বাগানের পরিপক্ক আম সংগ্রহ করে ভাল সাইজের আম বাছাই করা হয়। বাছাই করা আম প্লাস্টিকের ক্যারেটে কাগজ ও খড় দিয়ে সুন্দর ভাবে যত্ন করে প্যাকিং করা হয়। প্যাকিং এমন ভাবে করা হয় যেন একটি আমও নষ্ট না হয়।
ঢাকার মধ্যে ৪৮ ঘন্টায় এবং ঢাকার বাহিরে যেসকল জেলায় কুরিয়ার সার্ভিস আম ডেলিভারি করে সেসকল জেলায় ৭২ ঘন্টায় আম ডেলিভারি দেয়া হয়।
আপনার সুবিধা মত আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অথবা আমাদের নাম্বারে কল করে আপনার পছন্দ ও প্রয়োজন হিসেবে আমের অর্ডার করুন।
আমাদের থেকে আম কেনার জন্য আমাদের ফেসবুক পেজে অথবা ০১৭১১৮৭২১২৮ অথবা ০১৭১১৮৭২১২৯ নম্বরে আপনার বিস্তারিত ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে মেসেজ করুন, আমরা আপনার অর্ডার নিশ্চিত করার জন্য আপনাকে কল করবো। অথবা আপনি চাইলে বিস্তারিত জানার জন্য ও কথা বলে অর্ডার নিশ্চিত করার জন্য ০১৭১১৮৭২১২৮ অথবা ০১৭১১৮৭২১২৯ নম্বরে কল করুন।
আপনি অর্ডার নিশ্চিত করার পর আমরা আপনার জন্য বাগান থেকে আম সংগ্রহ করে বাছাই ও প্যাকিং করে আপনার ঠিকানায় পাঠানোর কাজ শুরু করবো। অর্ডার নিশ্চিত হওয়ার আগে আমরা বাগান থেকে কোন আম সংগ্রহ করিনা এবং আগে সংগ্রহ করা কোন আম প্যাকিং করে পাঠান হয়না।
আপনার প্রয়োজনীয় আমের সম্পূর্ণ মূল্য অগ্রিম পরিশোধ করে অর্ডার নিশ্চিত করতে হবে। আমাদের কয়েকটি মূল্য পরিশোধের ব্যাবস্থা আছে, আপনি চাইলে তার মধ্যে যেকোনো উপায়ে মূল্য পরিশোধ করতে পারেন। রকেট, বিকাশ, ডাচ বাংলা ব্যাংক, ব্রাক ব্যাংক ও ইসলামি ব্যাংক।
ঢাকার মধ্যে ৪৮ ঘন্টায় এবং ঢাকার বাহিরে যেসকল জেলায় কুরিয়ার সার্ভিস আম ডেলিভারি করে সেসকল জেলায় ৭২ ঘন্টায় আম ডেলিভারি দেয়া হয়। যেহেতু আপনি অর্ডার নিশ্চিত করার পরে বাগান থেকে আম সংগ্রহ করা হয় এবং ডেলিভারি কাজ শুরু করা হয়, এই জন্য সময়টা একটু বেশি মনে হতে পারে কিন্তু এটা নিশ্চিত যে আপনি সবচেয়ে ভালো আমটা পাচ্ছেন। আপনার পছন্দের আমের বিষয়ে অভিযোগ করার কোনো সুযোগ আমরা রাখতে চাইনা।